নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেন, “আমরা বাংলাদেশের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।v
আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিজ নিজ গণতান্ত্রিক অধিকারের আহ্বান জানিয়ে আসছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা তাদের প্রশংসা করি। আমরা সব পক্ষকে আর সহিংসতা থেকে বিরত থাকতে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনতে উৎসাহিত করছি।
সপ্তাহান্তে এবং গত সপ্তাহগুলিতে হতাহতের খবরে আমরা গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। নতুন সরকারের জন্য সব হামলার সতর্কতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তদন্ত করা এবং জবাবদিহিতা প্রদান করা অত্যাবশ্যক।”
#WATCH | On the situation in Bangladesh, White House Press Secretary, Karine Jean Pierre says, "We're monitoring the situation in Bangladesh very closely. We have long called for respective democratic rights in Bangladesh, and we urge that the interim government formation be… pic.twitter.com/XKxsXqxpOJ