সাধারণ মানুষকে ঢাল বানিয়ে বাঁচতে চাইছে হামাস? প্রকাশ্যে বড় তথ্য

কবে সংঘর্ষ থামবে? এখন সকলের মুখে এই একটাই প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
hamas isrr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একপ্রকার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইজরায়েল (Israel) ও প্যালেস্তাইন। হামাস ও ইজরায়েলের দ্বন্দ্বের মাশুল গুণতে হচ্ছে দুই দেশের সাধারণ মানুষকে। মৃত্যুলীলা অব্যাহত রয়েছে দুই দেশেই। এরই মাঝে ফের একবার বড় মন্তব্য করলেন আইডিএফের মুখপাত্র জোনাথন কনরিকাস (Jonathan Conricus)। তিনি বলেন, 'রাতে তেল আবিব ও দক্ষিণ ইজরায়েলে রকেট ছোঁড়া হয়। আইডিএফ গাজা উপত্যকার উপরে কাজ চালিয়ে যাচ্ছে... আমরা গাজা শহর এবং গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেসামরিক জনগণকে গাজা নদীর দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছি। হামাস তাদের বেসামরিক নাগরিকদের সরিয়ে না নেওয়ার জন্য সতর্ক করেছে এবং যখন লোকেরা শোনেনি, তখন তারা প্রকৃতপক্ষে পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করা বেসামরিক নাগরিকদের থামিয়ে দিয়েছে।‘