সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা রাশিয়ান বাহিনীর

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। 

author-image
Aniket
New Update
dc

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই সোমবার ফের ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। আভদিভকাতে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। আভদিভকায় আবাসিক কোয়ার্টারগুলিতে আঘাত হানা হয়। যার ফলে বেশকিছু আবাসিক কোয়ার্টারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও মেরিঙ্কার ক্রাসনোহরিভকা এবং মাকসিমিলিয়ানিভকাতে গোলাগুলি চালানো হয়েছে। এই হামলার ফলে ক্ষয়ক্ষতি হলেও হতাহত হয়নি বলে জানা যাচ্ছে। তোরেস্কে হামলার ফলে ৩ টি বাড়ি, ১ টি দোকান এবং ২ টি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। চাসিভ ইয়ারে হামলার ফলে ২ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাত হানা হয়েছে সিভর্স্কেও। সিভর্স্কে ৪ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে এলাকাগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।