নিজস্ব সংবাদদাতা: গত প্রায় এক সপ্তাহ ধরেই প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়েছে পাকিস্তানে। এই অতি বৃষ্টির জেরে পাকিস্তানে প্রায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জন। গত সপ্তাহে এই মৃত্যুর সংখ্যাটা ছিল ৫০। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ হয়ে গিয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে গত ২৫ জুন থেকে ভারী বৃষ্টি নেমেছে পাকিস্তান জুড়ে। জুন মাসেই বৃষ্টি ও বন্যার ফলে ১৫১ জন আহত হয়েছিল। এনডিএমএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৯ জন।