নিজস্ব সংবাদদাতা: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়িয়েছে আমেরিকা। বর্তমানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা চরমে পৌঁছেছে। ইতিপূর্বেই যুদ্ধ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল। ইউন সুক ইওল উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছিলেন। এবার পারমাণবিক হামলা নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলা হলে শাসনের শেষ হবে বলে মন্তব্য করেছেন বাইডেন। যার ফলে ফের নতুন দুই দেশের মধ্যে যুদ্ধ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে বিশ্ব জুড়ে।