টুইটার ব্যবহার বন্ধ করল এনপিআর

বুধবার ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) জানিয়েছে, তারা টুইটার ব্যবহার একেবারেই বন্ধ করবে না। জানা গিয়েছে, টুইটারের মালিক ইলন মাস্ক এনপিআরকে 'মার্কিন রাষ্ট্র-অনুমোদিত মিডিয়া' হিসেবে আখ্যায়িত করার এক সপ্তাহ পর এনপিআরের এই মন্তব্য এসেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
চভ

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) জানিয়েছে, তারা টুইটার ব্যবহার একেবারেই বন্ধ করবে না। জানা গিয়েছে, টুইটারের মালিক ইলন মাস্ক এনপিআরকে 'মার্কিন রাষ্ট্র-অনুমোদিত মিডিয়া' হিসেবে আখ্যায়িত করার এক সপ্তাহ পর এনপিআরের এই মন্তব্য এসেছে। উল্লেখ্য, টুইটার এনপিআর অ্যাকাউন্টের বিবরণ আপডেট করে লিখেছে, 'সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া', যেমনটা তারা ব্রিটেনের জাতীয় সম্প্রচার মাধ্যম বিবিসিকে দিয়েছে। এনপিআর-এর চিফ কমিউনিকেশন অফিসার ইসাবেল লারা এক বিবৃতিতে বলেন, "এনপিআর-এর সাংগঠনিক অ্যাকাউন্টগুলো টুইটারে আর সক্রিয় থাকবে না কারণ প্ল্যাটফর্মটি এমন পদক্ষেপ নিচ্ছে যা আমাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করছে।" তিনি বলেন, 'আমরা আমাদের সাংবাদিকতাকে এমন প্ল্যাটফর্মে রাখছি না, যা আমাদের বিশ্বাসযোগ্যতা এবং আমাদের সম্পাদকীয় স্বাধীনতা সম্পর্কে জনগণের উপলব্ধিকে ক্ষুণ্ন করার আগ্রহ দেখিয়েছে।'