Train Accident: মৃত্যুসংখ্যা ৩০০ ছুঁইছুঁই, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ভারতের ওড়িশায় রেল দুর্ঘটনায় (Odisha Train Tragedy) বহুলোকের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জখম হয়েছেন প্রায় ৯০০ জন।

author-image
SWETA MITRA
New Update
train bangladesh.jpg

হাবিবুর রহমান, ঢাকাঃ ভারতের ওড়িশায় রেল দুর্ঘটনায় (Odisha Train Tragedy) বহুলোকের হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। ঘটনায় জখম হয়েছেন প্রায় ৯০০ জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেছেন, ‘ওড়িশায় একটি মালবাহী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ প্রকাশ করছি।‘ ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে তিনশো ছুঁইছুঁই। এ কাণ্ডে জখম হয়েছেন অন্তত নয় শতাধিক যাত্রী। শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।  শনিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি এম সরওয়ার--আলম সরকার তথ্য জানিয়েছেন।