যুদ্ধবিরতি, সব শেষ, জানালেন নেতানিয়াহু

৪ দিন কোনও রকম কোনও যুদ্ধ হবে না বলেই মনে করা হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
israeli-music-festival-100923-1-27bc94038644440894eaba4a7aca818c.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আপাতত ৪ দিনের জন্যে খানিকটা স্বস্তি। হামাসকে সময়সীমা বেঁধে দিল ইসরায়েল সরকার। ইসরায়েল সরকার প্যালেস্টাইন হামাস জঙ্গিদের জন্য যুদ্ধে চার দিনের বিরতির বিনিময়ে গাজায় পণবন্দী করে রাখা ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়ার চুক্তি করেছে। সেই চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস জঙ্গি সংগঠন। ফলে আপাতত ৪ দিন কোনও রকম কোনও যুদ্ধ হবে না বলেই মনে করা হচ্ছে। মূলত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেহানিয়াহুর হস্তক্ষেপেই এই যুদ্ধবিরতি ডাকা সম্ভব হয়েছে।

 

যা জানা যাচ্ছে, শর্ত অনুসারে এই প্রথম দিনে মহিলা-শিশু সহ কমপক্ষে ৫০ জন পণবন্দীকে মুক্ত করতে হবে। আর তার পরিপ্রেক্ষিতে এই ৪ দিন যুদ্ধ বন্ধ থাকবে। এরপর অতিরিক্ত ১০ জন প্রতি পণবন্দীকে মুক্তি দিলে একটি করে অতিরিক্ত দিন যুদ্ধ বিরতি দেওয়া হবে, এমনটায় জানিয়েছে ইসরায়েল সরকার।

ইসরায়েল সরকার, ইসরায়েল ডিফেন্স ফোর্স এবং নিরাপত্তা পরিষেবাগুলি সমস্ত পণবন্দীদের দেশে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। সবাইকে সুস্থ ভাবে ফিরিয়ে আনতে সাহায্য করবে সেনা বাহিনী, এমনটাই জানিয়েছে ইসরায়েল সরকার।

 

hiren