নিজস্ব সংবাদদাতা: মেক্সিকোতে ৪৫ মিনিটও হয়নি বড়সড় ভূমিকম্প হয়ে গিয়েছে। মেক্সিকোর ওক্সাকার তানেটজে দে জারাগোজাতে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভারতীয় সময় ১২ টা বেজে ৪৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬ ম্যাগনিটিউড।