নিজস্ব সংবাদদাতা: নরওয়ে ২০২৫ সালে ইউক্রেনে সহায়তা বাড়িয়ে ২.৭ বিলিয়ন ডলার করতে চায়, - এনআরকে। দেশটি ইউক্রেনের উদ্যোগ থেকে শস্যের জন্য ৪.৫ মিলিয়ন ডলার বরাদ্দ করবে।
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/5a8d11ac-68f.png)
এর আগে খসড়া রাষ্ট্রীয় বাজেটে, ইউক্রেনে সহায়তা কমিয়ে ১.৩৬ বিলিয়ন ডলার করার কথা ছিল, কিন্তু বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল।