ইউক্রেনের সহায়তা বাড়াতে চায় নরওয়ে

কি জানা যাচ্ছে নরওয়ের তরফে?

author-image
Aniket
New Update
breakinganm12



নিজস্ব সংবাদদাতা: নরওয়ে ২০২৫ সালে ইউক্রেনে সহায়তা বাড়িয়ে ২.৭ বিলিয়ন ডলার করতে চায়, - এনআরকে। দেশটি ইউক্রেনের উদ্যোগ থেকে শস্যের জন্য ৪.৫ মিলিয়ন ডলার বরাদ্দ করবে।

এর আগে খসড়া রাষ্ট্রীয় বাজেটে, ইউক্রেনে সহায়তা কমিয়ে ১.৩৬ বিলিয়ন ডলার করার কথা ছিল, কিন্তু বিরোধী দলগুলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল।