নাইটক্লাবে ভয়াবহ আগুন- বদ্ধ ক্লাবে লাশের পাহাড়, বিস্তারিত জানুন

উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। ঘটনাটি রবিবার সকালে প্রকাশ্যে আসে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি রবিবার সকালে এই হতাহতের তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আহত ৮০ জনেরও বেশি ব্যক্তিকে রাজধানী স্কোপজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

publive-image

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, কোচানির 'পালস' নাইটক্লাবে আগুন লাগার ঘটনাটি ঘটে। তারা জানিয়েছেন, একটি ব্যান্ড মঞ্চের সামনের দিকে আগুন জ্বালানোর যন্ত্র দিয়ে স্ফুলিঙ্গ নিক্ষেপ করছিল। সেই স্ফুলিঙ্গ থেকেই আগুন ছড়িয়ে পড়ে। রবিবার সকালে পুলিশ নাইটক্লাবের মালিককে আটক করেছে।

publive-image

উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি এই ঘটনার জন্য শোক প্রকাশ করে বলেন যে, "এটা একটি অত্যন্ত দুঃখজনক দিন।" ইউরোপীয় নেতৃবৃন্দও সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। মার্কিন রাষ্ট্রদূত অ্যাঞ্জেলা অ্যাগেলারও শোক জানিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছেন।