নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের পশ্চিমে সাগরের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে শনিবার জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি হবে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যখন পিয়ংইয়ং এবং ওয়াশিংটন বিচ্ছিন্ন দেশটির পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অচলাবস্থার মধ্যে সামরিক শক্তি প্রদর্শন বাড়িয়েছে।
শনিবার ভোর ৪টা থেকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে এই তথ্য শনাক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রসজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন (এসএসবিএন) দক্ষিণ কোরিয়ায় বিরল সফরে আসার কয়েক ঘণ্টা পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী, বোমারু বিমান বা ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েন তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের মানদণ্ড পূরণ করতে পারে।