রেকর্ড বৃদ্ধি পেল তাপমাত্রা!

চলতি বছরের জুনে পারদ এতোটাই চড়েছিল যে, তা গত শতাব্দীর গড় তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। বিশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে গত জুন মাসের তাপমাত্রা বেশি ছিল ১.০৫ ডিগ্রি সেলসিয়াস।

author-image
Anusmita Bhattacharya
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। গরমে ঘেমে নাজেহাল দশা ইউরোপ-আমেরিকার। সান স্ট্রোকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতাও। এই আবহে উষ্ণতা নিয়ে নতুন তথ্য সামনে আনল ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা NOAA। রীতিমতো চোখ কপালে উঠেছে আবহাওয়া বিজ্ঞানীদের।

গত বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে তথ্য প্রকাশ করে মার্কিনি সংস্থা। সেখানে দেখা গিয়েছে যে চলতি বছরের জুন মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬.৫৫ ডিগ্রি সেলসিয়াস। এটি আগের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ০.১৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৭৪ বছরের মধ্যে এটাই সবচেয়ে উষ্ণতম জুন।