নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। কলকাতার ইসকন মন্দিরে গিয়ে রবীন্দ্র ঘোষ বলেন, "বাংলাদেশে জেনেভা কনভেশনের আইন লঙ্ঘন করা হচ্ছে, এবং চিনময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে আটক রাখা হয়েছে।"
/anm-bengali/media/media_files/2024/12/22/y080BaOljbj76oVgCyQz.webp)
তিনি আরও বলেন, "বাংলাদেশে ৬৫০০-এরও বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন এবং মানবাধিকার রক্ষা করা হচ্ছে না।" আইনজীবী দাবি করেন, সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের সভায় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছেন, যার কারণে বাংলাদেশ সরকার তাকে ভয় পেয়ে দেশদ্রোহিতার মামলা দায়ের করে, এবং তাকে বছরের পর বছর জেলবন্দি রাখতে চাইছে।
/anm-bengali/media/media_files/2024/11/28/eS03ZzYIVeLsAoDrKr5p.webp)
এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে।