নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে রাজনৈতিক পটপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্সি প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ারের পদত্যাগ নিশ্চিত করেছে।
পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে মিশেল বার্নিয়ারের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার দেশটিকে রাজনৈতিক অস্থিরতার গভীরে যেতে না দেওয়ার জন্য একজন নতুন প্রধানমন্ত্রী চেয়েছেন।