নিজস্ব সংবাদদাতাঃ পোর্ট সুদান বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্যসহ নয়জন নিহত হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 'দুর্ঘটনায় এক শিশু কন্যা বেঁচে গেছে। আন্তোনভ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে উড্ডয়নের সময় ত্রুটিপূর্ণ হয়ে পড়ে।'
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল সশস্ত্র বাহিনী ও তার প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে উত্তর আফ্রিকার দেশটি থেকে পালিয়ে আসা প্রবাসী, কূটনৈতিক মিশনের সদস্য এবং কিছু সুদানী নাগরিকের জন্য পোর্ট সুদান একটি উচ্ছেদ কেন্দ্রে পরিণত হয়েছে।