অপহরণের দুই সপ্তাহ পর পালিয়েছে নাইজেরিয়ার শিক্ষার্থীরা!

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে দুই সপ্তাহ আগে বন্দুকধারীদের হাতে অপহৃত আট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
নবভ

নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে দুই সপ্তাহ আগে বন্দুকধারীদের হাতে অপহৃত আট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাদের অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে যায় এবং গ্রামবাসীরা মঙ্গলবার নিরাপত্তা বাহিনীকে খবর দেয় বলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় সশস্ত্র দলগুলো গ্রামবাসী, স্কুল ও গাড়িচালকদের ওপর সহিংস হামলা চালিয়ে মুক্তিপণের জন্য শত শত মানুষকে অপহরণ করেছে। গত ৪ এপ্রিল কর্তৃপক্ষ জানায়, স্কুল থেকে ফেরার পথে অজ্ঞাত পরিচয় কয়েকজনের সঙ্গে সশস্ত্র একটি দল ওই শিক্ষার্থীদের আটক করে। কাদুনার অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার স্যামুয়েল আরুয়ান বলেন, 'শিক্ষার্থীরা কাদুনা ও প্রতিবেশী নাইজার রাজ্যের মধ্যবর্তী একটি জঙ্গল থেকে পালিয়ে যায়।'