নিজস্ব সংবাদদাতা : নিউইয়র্কের হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ছয়জনের। মৃতদের মধ্যে রয়েছেন এক স্প্যানিশ পরিবার – স্বামী-স্ত্রী ও তাঁদের তিন সন্তান। এছাড়া প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারটির পাইলটও। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে মোট ছয়জন ছিলেন। সবাই ঘটনাস্থলেই বা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185242-263117.jpg)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারটি আকাশ থেকে হঠাৎ উল্টে হাডসন নদীতে ভেঙে পড়ে। দুর্ঘটনাটি ঘটে জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে, যখন হেলিকপ্টারটি নিউ জার্সি উপকূল বরাবর ঘুরছিল।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185245-237196.jpg)
জানা যায়, হেলিকপ্টারটি নিউইয়র্ক হেলিকপ্টার কোম্পানির অধীনে পরিচালিত। হেলিকপ্টারটি ছিল একটি Bell 206 মডেলের, যা সাধারণত ঘুরে দেখার জন্য ব্যবহার করা হয়। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB)। নিউইয়র্ক পুলিশের তরফে জানানো হয়েছে, প্রথম দুর্ঘটনার খবর পাওয়া যায় বিকেল ৩:১৭ নাগাদ। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তল্লাশি শুরু করে।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185244-845218.jpg)
উল্লেখ্য, এর আগেও নিউইয়র্কে পর্যটক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ইস্ট রিভারে এক হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছিল।