প্রবল বেগে ধেয়ে আসছে টর্নেডো- ঝড়ের হুমকিতে ৫ কোটি মানুষের জীবন

দক্ষিণ-পূর্ব আমেরিকায় টর্নেডো সতর্কতা ও তীব্র ঝড়ের ঝুঁকিতে ৫ কোটি মানুষের জীবন হুমকির মধ্যে। টর্নেডো, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
GCFHJHKI

নিজস্ব সংবাদদাতা : ঝড় পূর্বাভাস কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব জর্জিয়া, পূর্ব দক্ষিণ ক্যারোলিনা এবং দক্ষিণ-পূর্ব উত্তর ক্যারোলিনার কিছু এলাকায় রবিবার দুপুর ২টা পর্যন্ত টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার আওতায় সাভানা, কলম্বিয়া, চার্লসটন, মার্টল বিচ এবং উইলমিংটন শহরগুলো রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উল্লেখিত অঞ্চলগুলিতে তীব্র বাতাস এবং কয়েকটি টর্নেডোর সম্ভাবনা রয়েছে। এছাড়া, জর্জিয়া ও দক্ষিণ ক্যারোলিনায় রবিবার বিকেল পর্যন্ত প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Tornedo

উল্লেখ্য, আশঙ্কা করা হচ্ছে যে, রবিবার পেনসিলভানিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত ৫ কোটি মানুষ ঝড়ের কারণে বিপদের মুখে পড়তে পারে। এই ঝড়ের কারণে মূলত প্রবল হাওয়া, টর্নেডো এবং শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।