নিজস্ব সংবাদদাতা: সরগরম হোয়াইট হাউস (White House) চত্বর। ইজরায়েলি জিম্মিদের পরিবার জমায়েত হয়েছে সাদা বাড়ির সামনে। একযোগে তাঁরা সংহতি প্রকাশ করছে। একটাই মিনতি প্রিয়জনদের মুক্তি দেওয়া হোক।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Benjamin Netaniyahu) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, 'ইজরায়েল কখনোও এত শক্তিশালী ছিল না এবং ইরানের সন্ত্রাসী অক্ষ কখনও এত দুর্বল ছিল না। তবে আমরা যেমন আলোচনা করেছি, আমাদের ভবিষ্যত সুরক্ষিত করতে এবং আমাদের অঞ্চলে শান্তি আনতে আমাদের কাজটি শেষ করতে হবে। গাজায় ইজরাইলের তিনটি লক্ষ্য রয়েছে, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা, আমাদের সব জিম্মির মুক্তি নিশ্চিত করা এবং গাজা যাতে আর কখনও ইজরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা।'