নিজস্ব প্রতিবেদন : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে ইরানকে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি জানান, গাজা ও লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব ইজরায়েল মানবে না এবং হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ইরান যদি আক্রমণ করে, তাহলে ইজরায়েল পাল্টা হামলা করতে প্রস্তুত। তিনি বলেছেন, "ইরানের এমন কোনও এলাকা নেই যেখানে আমাদের হাত পৌঁছাবে না।"
গত এক সপ্তাহ ধরে ইজরায়েল লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালাচ্ছে, ফলে ৭০০ জনের বেশি নিহত হয়েছে। মার্কিন সরকারের যুদ্ধবিরতির প্রস্তাবও কার্যকর হয়নি। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহু বলেন, "হিজবুল্লাহ যদি যুদ্ধের পথ বেছে নেয়, তবে আমাদেরও লড়াই করা ছাড়া উপায় থাকবে না। নাগরিকদের নিরাপত্তা রক্ষার অধিকার আমাদের রয়েছে।" তিনি আরও জানান, "লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চলবে।"
গত বছরের অক্টোবরে ইজরায়েলের একটি মিউজিক কনসার্টে হামলা চালানোর পর হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে ইজরায়েল, যা গাজায় যুদ্ধের সূত্রপাত করে। বর্তমানে, ইজরায়েল হিজবুল্লাহকেও লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালাচ্ছে। লেবানন জুড়ে চলা এয়ার স্ট্রাইকের ফলে ১১৮,০০০ মানুষ বাস্ত্যচ্যুত হয়েছেন। শুক্রবার লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইজরায়েলের হামলা আরও তীব্র হয়ে উঠেছে, যার ফলে দক্ষিণ লেবাননের এক পরিবারের ৯ সদস্যের মৃত্যু হয়েছে। ইজরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশনের ঘোষণা দিয়েছে। একটি সরকারি সূত্র জানিয়েছে, "হিজবুল্লাহর নেতাদের নিকেশ করাই আমাদের সামরিক অভিযানের লক্ষ্য।" লেবানন সীমান্তে দাঁড়িয়ে থাকা ইজরায়েলি ট্যাঙ্কের একটি ছবি প্রকাশ করেছে রয়টার্স। ইজরায়েলি সরকার অনুমতি দিলেই এই হামলা শুরু হবে।