নিজস্ব সংবাদদাতা: সেপ্টেম্বরে লেবাননে ভয়ঙ্কর হামলার কথা স্বীকার করে নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননে ওই হামলার জেরে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছিলেন। তিনি বলেন, ওই হামলা সঠিক সিদ্ধান্ত। ওই হামলার জেরে ৩০০০ হাজারের বেশি ইরান-সমর্থিত হিজবুল্লাহ সদস্য আহত হয়েছিলেন।
প্রসঙ্গত, ১৭ এবং ১৮সেপ্টেম্বর হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটায়। ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে। হিজবুল্লাহ সদস্যদের কেউ কেউ তাদের আঙুল হারিয়েছেন, আবার কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গেছে। ইজরায়েল লেবাননে হামলার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই অভিযান চালায়। চলতি সপ্তাহে ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে লেবানন অভিযোগ করেছে। ইজরায়েলের হামলাকে "মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ" বলে অভিহিত করেছে লেবানন।