নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের সংঘর্ষের মাঝে প্রাণ হারিয়েছে ৫ নেপালি পড়ুয়া। পড়াশোনার সূত্রেই সেখানে থাকতেন তারা। তবে গতকালের হামলায় ইসরায়েলিদের সাথেই তারাও প্রাণ হারান। ঘটনায় শোকস্তব্ধ নেপাল। একই সাথে ক্ষুব্ধ সেখানকার মানুষজন। এবার ক্ষোভ প্রকাশ করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীও।
নিজের এক্স হ্যান্ডেলে কেপি শর্মা ওলি লিখেছেন, “আমরা সবাই শোকস্তব্ধ! নেপালি ছাত্ররা যারা ইসরায়েলের একটি কৃষি খামারে 'আর্ন অ্যান্ড লার্ন' প্রোগ্রামে অংশ নিচ্ছিল তারা সম্প্রতি একটি মর্মান্তিক হামলায় প্রাণ হারিয়েছে। আমরা নেপাল সরকারের কাছে অবিলম্বে আহতদের উদ্ধারের জন্য, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য এবং নিহতদের মৃতদেহ দ্রুত ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি। আমরা গভীর সমবেদনা জানাই নেপালি ছাত্রদের জন্য যারা এরকম সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছে। দশইন উৎসবের সময় আমাদের এই ভাবে সন্তান হারানোর যন্ত্রণা আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই ঘটনা একেবারে কাম্য নয়। যা হল ভবিষ্যতে এর বিচার হবে”।