নেপালে রাজনৈতিক অস্থিরতা!

ফের রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হল নেপাল। শুক্রবার প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রবি লামিচানে।

author-image
Aniruddha Chakraborty
New Update
জনহভচভব

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির প্রধান রবি লামিচানে।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে অবহিত করার পর ৩০ দিনের মধ্যে দহালকে ফ্লোর টেস্টের জন্য যেতে হবে। সংসদে দলটির ২১টি আসন রয়েছে।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পুষ্প কমল দাহাল তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, এর একদিন আগে প্রাক্তন গেরিলা নেতা নাটকীয়ভাবে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন প্রাক-নির্বাচন জোট থেকে বেরিয়ে এসে বিরোধী নেতা কে পি শর্মা ওলির সঙ্গে হাত মিলিয়েছিলেন। সিপিএন-মাওবাদী সেন্টারের ৬৮ বছর বয়সী চেয়ারম্যান রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির কাছে ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ১৬৯ সদস্যের সমর্থন জানিয়ে একটি চিঠি জমা দেওয়ার পরে তাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল।

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নেপালের অন্যতম বড় রাজনৈতিক দল। গত জাতীয় নির্বাচনে ২১টি আসনে জয়ী হয়ে নেপালের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করেছিল তারা। এরপর অনেকেই মনে করেছিলেন যে নিজের মন্ত্রিসভায় বেশ গুরুত্বপূর্ণ পদে রাখা হবে আরএসপি-র জয়ী প্রার্থীদের। কিন্তু, সেই জল্পনাতে জল ঢেলে দিয়ে সম্প্রতি নেপালি কংগ্রেসের তিন সদস্যকে নিজের মন্ত্রিসভায় স্থান দেন প্রচণ্ড। বৃহস্পতিবার ওই তিনজন মন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন। আর তারপর শুক্রবার প্রচণ্ডর সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল আরএসপি।