নিজস্ব সংবাদদাতাঃ নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল মঙ্গলবার মানাং এয়ার হেলিকপ্টার দুর্ঘটনায় ক্যাপ্টেন সিবি গুরুং সহ পাঁচজনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেল বলেন, "সোলুখুম্বুতে মানাং এয়ার হেলিকপ্টার দুর্ঘটনায় ক্যাপ্টেন সিবি গুরুং এবং পাঁচ মেক্সিকান নাগরিকের মৃত্যুতে আমি মর্মাহত।"
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলেছে, হেলিকপ্টারটিতে পাইলটসহ ৬ জন যাত্রী ছিলেন। হেলিকপ্টারটিতে থাকা যাত্রীরা মেক্সিকান (২ জন পুরুষ ও ৩ জন মহিলা) এবং একজন নেপালি পাইলট।
জানা গিয়েছে, নেপালের সোলুখুম্বু জেলায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে নেপাল সেনাবাহিনী ও নেপাল পুলিশের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল।