নিজস্ব সংবাদদাতা: আজকের বিক্ষোভে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে নেপাল পুলিশ আরপিপি (রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি)-এর সহ-সভাপতি রবীন্দ্র মিশ্র এবং সাধারণ সম্পাদক ধাওয়াল শমসের রানাকে গ্রেফতার করেছে।
“ললিতপুরের গোয়ারকো এলাকা থেকে দুজনকেই গ্রেফতার করা হয়েছে,” আরপিপির মুখপাত্র সাগুন লাওয়াতি নিশ্চিত করেছেন।
/anm-bengali/media/post_attachments/shared/web/uploads/media/RabindraMishra_20220615104642-682004.jpg)