বিভীষিকা নেপাল, তড়িঘড়ি এলেন প্রধানমন্ত্রী

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর) এবং উত্তর ভারতের অন্যান্য অংশে কম্পন অনুভূত হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
42167a2f-8dd7-40da-b93b-9c16db84f054.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল (Nepal)। এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহাল প্রচণ্ড জাজারকোটে (Jajarkot) পৌঁছেছেন এবং গত রাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেছেন।  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার রাতে নেপালে দশমিক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।