নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিপাকে ফেলতে আর বড় পদক্ষেপ নিল ইউনুস সরকার। বাংলাদেশ ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ দাবি করেছে, চিন্ময় কৃষ্ণ দাসের নামে তিন কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল। গত ৩০নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৭ জনের ব্যাঙ্কিং লেনদেনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এরপরই এই ১৭ জনের ব্যাঙ্কিং তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নির্দেশ পাঠিয়েছিল বিএফআইইউ। সেখান থেকেই জানা গিয়েছে, চিন্ময় কষ্ণ দাসের ব্যাঙ্কে তিন কোটি ৯২ লক্ষ টাকা পাঠানো হয়েছিল।
তদন্তে জানা গিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্কিং অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি টাকা জমা হয়েছিল। তবে তার বেশিরভাগটাই তোলা হয়েছে। এই টাকার উৎস কোথায়, এই অর্থ কীভাবে খরচ করা হয়েছে, এই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস বক্তব্য রেখেছিলেন। সেই সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের পতাকার অপমান করেছিলেন বলে অভিযোগ ওঠে।