বাংলাদেশের জাতীয় স্লোগান 'জয় বাংলা' আর থাকছে না, খারিজ সুপ্রিম কোর্টের

রাষ্ট্রপক্ষের সেই দাবিকেই মান্যতা দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
JOY-BANGLA-1536x1009

File Picture

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কাটা আগেই ছিল, আর এবার সত্যিই প্রমাণিত হল। প্রথম এই বিষয়টি প্রকাশ্যে এনেছিল আওয়ামী লিগ। তাঁদের এক্স হ্যান্ডেলে এই আশঙ্কার কথা শুনিয়েছিল তারা। আর এবার সরাসরি বাতিল হয়ে গেল ঐতিহাসিক ‘জয় বাংলা’ স্লোগান। 

এবার বাংলাদেশের স্লোগানেও আপত্তি। বাংলার কোনও কিছুর সাথেই যেন যোগ রাখতে চায় না ইউনূস সরকার। তাই বাংলা বিরোধী এমনকি হিন্দু বিরোধী কাজ কর্ম চলছে দেশজুড়ে। এবার ‘জয় বাংলা’ স্লোগান চিরতরে মুছে দিল ইউনূস সরকার।

বহু দিন ধরেই কানাঘুষো শোনা গেলেও এবার মিললো তার প্রমাণ। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। অর্থাৎ এবার থেকে ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চিহ্নিত করা যাবে না। এমনটাই দাবি জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।

bangladesh hindu

রাষ্ট্রপক্ষের সেই দাবিকেই মান্যতা দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বঙ্গবন্ধুর দেওয়া ‘জয় বাংলা’ স্লোগান আজ থেকে আর জাতীয় স্লোগান থাকবে না সেই দেশের। 

হাইকোর্টের দেওয়া রায়কে স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। এর আগে গত ৪ ডিসেম্বর, আওয়ামী লিগের এক্স হ্যান্ডেলে এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়। সেখানে দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ‘এরা ‘কোন রাষ্ট্রের পক্ষ?’ আসলে বিজয়ের মাসে জয় বাংলা স্লোগানকে বাতিল করতে চাইছিল ইউনূস সরকার। অবশেষে তাতেই সাফল্য পেল তারা।

 

joy bangla