নিজস্ব সংবাদদাতা : আজ মার্কিন মহাকাশ সংস্থা নাসা, Asteroid 2025 DA15 নামের একটি বিশাল বড় গ্রহাণুকে শনাক্ত করেছে, যা এই সপ্তাহে পৃথিবীর কাছাকাছি আসবে। প্রায় 110 ফুট দীর্ঘ এই গ্রহাণুটি আয়তনে তাজমহলের চেয়ে প্রায় দুই গুণ বড়। এই গ্রহাণুটি আগামী ২৩শে মার্চ, ২০২৫ তারিখে, ভারতীয় সময় রাত ৯টা বেজে ২৪ মিনিটে পৃথিবীর দিকে ধেয়ে আসবে, তবে প্রায় ৬.৪৮ মিলিয়ন কিলোমিটার দূরত্বে থাকায় এটির সাথে পৃথিবীর কোনও সংঘর্ষ হবে না।
/anm-bengali/media/media_files/ALxSviQxH3Qp235Phq7Q.webp)
তবে এই গ্রহাণুটি প্রায় ৭৭,২৮২ কিমি/ঘণ্টা গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসবে যা রীতিমতো একটি চমকপ্রদ ব্যাপার বলেই জানিয়েছে নাসা।