নিজস্ব সংবাদদাতা: কানপুরের মেয়র মেট্রো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় তিনি মেট্রো কর্মকর্তাদের কর্মশৈলীতে ক্ষুব্ধ হন এবং সভা চলাকালে পাখা ও এসি বন্ধ করার নির্দেশ দেন। এ ছাড়া সবাইকে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, মেয়র বলেন, আপনারা সবাই গাছ কাটার সঠিক কারণ না জানালে এভাবে এখানে বসে থাকবেন। কানপুরের পুনরায় মেয়র নির্বাচিত প্রমিলা পান্ডে আম্মা নামে পরিচিত। তিনি আগের দিন মেট্রো কর্মকর্তাদের সাথে একটি বৈঠক ডেকেছিলেন। এ সময় তিনি মেট্রো প্রকল্পের জন্য কাটা ১১৮টি গাছ সম্পর্কে প্রশ্ন করে বলেন, গাছগুলো কেটে ফেলার পর মানুষের বাড়ির বাইরে রাখা হয়েছে। এতে বিরক্ত হয়ে মানুষ প্রতিদিন অভিযোগ করে। একই সঙ্গে বিক্ষুব্ধ মেয়র সভাকক্ষের সব এসি ও পাখা বন্ধ করার সিদ্ধান্ত নেন বলে খবর।