নিজস্ব সংবাদদাতা: ভূমিকম্পের ২৪ ঘণ্টা কাটতে এখনও আরও কিছু ঘণ্টা বাকি। অথচ তাঁর আগেই মায়ানমারে মৃত্যু সংখ্যাটা রীতিমতো ভয় ধরিয়েছে সকলের মনে। মায়ানমার, থাইল্যান্ড মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা ৭৯০। যার মধ্যে শুধুমাত্র মায়ানমারেই প্রাণ হারিয়েছেন ৬৯৪ জন। আর বাকি জন থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/03/28/1000177327-948761.jpg)
এদিকে, গুরুতর আহতের সংখ্যাটাও সাংঘাতিক। ১৬৭০ জনেরও বেশি গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্থানীয় প্রশাসন বলছে, উদ্ধারকাজের এখনও অনেক বাকি। ফলে, এখনও অনেকেই মাটির তলায়, ভাঙা বাড়ির তলায় চাপা পড়ে রয়েছেন। ফলের মৃতের সংখ্যা আরও বাড়ারই আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, তাই ভাবাচ্ছে সকলকে।