নিজস্ব সংবাদদাতা: যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘদিনের প্রতিশ্রুত নির্বাচনের জন্য প্রথম নির্দিষ্ট সময়সীমা প্রদানকারী জান্তা প্রধানের বরাত দিয়ে শনিবার (৮ মার্চ, ২০২৫) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের সামরিক সরকার ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করবে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2020/11/2020-11-08T111510Z_1381933571_RC2ZYJ9F38H0_RTRMADP_3_MYANMAR-ELECTION-599542.jpg?resize=1800%2C1800)
"৫৩টি রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের তালিকা জমা দিয়েছে," মিন অং হ্লাইং বেলারুশ সফরের সময় বলেছেন। শুক্রবার বেলারুশ সফরে থাকাকালীন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনের সময়সূচী ঘোষণা করেন।