নিজস্ব সংবাদদাতা: গত ২৪ ঘন্টায় রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনী জাপোরিঝিয়া অঞ্চলের ১৩ টি জনবহুল এলাকায় ৫২ টি হামলা চালিয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো এই হামলাগুলির বিষয়ে জানিয়েছেন। বড়সড় হামলা হয়েছে স্টেপনোহিরস্কেও। সেখানে ৬২, ৬৬ ও ৬৮ বছর বয়সী ৩ জন মহিলা এবং ৩৭, ৬০, ৬১ এবং ৬৮ বছর বয়সী ৪ জন পুরুষ আহত হয়েছেন। কোনও মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেখানকার আবাসিক ভবন, প্রশাসনিক ভবন এবং সামাজিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।