মুহাম্মদ ইউনূস - অ্যান্টনি ব্লিঙ্কেন, বিশাল ধামাকাপূর্ণ খবর

মুহাম্মদ ইউনূস - অ্যান্টনি ব্লিঙ্কেনকে নিয়ে খবর।

author-image
Aniket
New Update
g

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং "অংশীয় স্বার্থে" দীর্ঘমেয়াদী অর্থনৈতিক-রাজনৈতিক সম্পৃক্ততা গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। ইউনূসের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

প্রসঙ্গত, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের জোর পূর্বক পতন ঘটিয়ে সরকারে বসেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বেও বাংলাদেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় থাকে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের একাধিক বিষয় সামনে এসেছে। সংখ্যালঘুরা একাধিক দাবি নিয়ে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে কবে নির্বাচন হয়? এবং বাংলাদেশের পরবর্তী প্রকৃত প্রধানমন্ত্রী কে হন? সেই দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

উল্লেখ্য, ইতিপূর্বে নিউ ইয়র্কেও বাংলাদেশি প্রবাসীরা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।