দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতেন চলচ্চিত্র নির্মাতা ফারুকি

চলচ্চিত্র নির্মাতা ফারুকির বিশেষ দাবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
faruki

ঢাকা প্রতিনিধি: প্রতিবছর দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশ থেকে কলকাতায় ইলিশ রপ্তানি হতো। বিশেষ ক্ষেত্রে উপহারও পাঠানো হতো। তবে এবার ভিন্নচিত্র। বাংলাদেশের জনগণকে প্রাধান্য দিয়ে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। তবে এ সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন। 

HILSA

তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকি। তিনি মনে করেন, দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠানো বরং বড় মনের পরিচয় দেওয়া। যদিও ফারুকি তার এই মন্তব্যের শুরুতে ‘অপ্রিয় মত’ বলে অভিহিত করেন।

Farooki in ICU with stroke | The Business Standard

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ফারুকি লেখেন, ‘আন পপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিলো কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশির ভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পুজোয় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই। আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদি নিশ্চয়ই নয়। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে।

Mostofa Sarwar Farooki - Wikipedia