নিজস্ব সংবাদদাতা: পুলিশের গুলিতে ১৭ বছরের নাহেলের মৃত্যুর পর থেকে উত্তাল হয়েছে ফ্রান্স। গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভ। নাহেলের মৃত্যুর পর কেটে গিয়েছে ৬ দিন। কিন্তু বিক্ষোভ এখনও চলছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে ১২ থেকে ১৩ বছর এবং এর থেকেও কম বয়সী শিশুরা। পুলিশদের উপর হামলা চালানোর অভিযোগে এত কম বয়সী শিশুদেরও আটক করা হয়েছে।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, গত সপ্তাহে সারা দেশে মোট ৩,৩৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারীর গড় বয়স ১৭ বছর।