হাজারের বেশি গ্রেফতারি ! আদালতে চলছে ওভারটাইম

নাহেলের মৃত্যুর পর ফ্রান্সে ছড়ায় বিক্ষোভ। যার ফলে গ্রেফতার হয় তিন হাজারেরও বেশি মানুষ। তাদের বিচার করতে অতিরিক্ত সময় ধরে কাজ চলছে আদালতে।

author-image
Ritika Das
New Update
france protest 4.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, নাহেলের মৃত্যুর পর দেশে যে বিক্ষোভ, দাঙ্গা দেখা দেয়, সেখানে সামিল হয়েছিল প্রচুর কম বয়সী বিক্ষোভকারীরা। কারোর বয়স ১৯, আবার কারোর বয়স ১২ বছরেরও কম। এই বিক্ষোভের মধ্যেই গ্রেফতার হয়েছে ৩,৬০০ জনেরও বেশি মানুষ। বিক্ষোভের ফলে জখম হয়েছেন ৮০০'র বেশি পুলিশ। 

হাজারেরও বেশি বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই সব মামলার শুনানির জন্য ওভারটাইম কাজ করছে ফরাসি আদালত। দীর্ঘক্ষণ ধরে চলছে এক একটি মামলার শুনানি। মামলার শুনানির পর অপরাধীদের শাস্তিও ঘোষণা করে দিচ্ছে আদালত। এক এক জন বিক্ষোভকারীর ৩ বছর পর্যন্ত সাজা হয়েছে বলেও জানা গিয়েছে।