নিজস্ব সংবাদদাতাঃ চলতি সপ্তাহের শুরুতে নাইজার নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় জীবিতদের খোঁজে বুধবার অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
পুলিশের মুখপাত্র ওকাসানমি অজয়ি জানান, সোমবার ভোরে কোয়ারা রাজ্যের নাইজার নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটি প্রতিবেশী নাইজার রাজ্যে একটি বিয়ে থেকে ফিরে আসা লোকদের বহন করছিল।
সূত্রে খবর, "নৌকাটি ওভারলোড ছিল এবং এতে প্রায় ৩০০ জন লোক ছিল। সোমবার স্থানীয় সময় রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে, তাই উদ্ধারকারীরা সাড়া দিতে কয়েক ঘন্টা সময় লেগেছিল।"
পুলিশের মুখপাত্র অজয়ি জানিয়েছেন, 'এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।'