নিজস্ব সংবাদদাতা : যুদ্ধ জারি ইসরালেল-ফিলিস্তিনের। বাড়ছে মৃত্যু। চারিদিকে সঙ্কটাপন্ন অবস্থা। হাসপাতালে জায়গা নেই, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নেই, একের পর এক মায়ের খোল খালি হচ্ছে, একের পর এক পরিবার শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধ বিরতির কোনো লক্ষ্যণই নেই! এর আগেও যুদ্ধ বিরতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নেট মাধ্যমে সরব হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবারেও যুদ্ধ নিয়ে করলেন আরেকটি পোস্ট। যেখানে তিনি লিখেছেন, ''দুঃখজনক এবং কলঙ্কজনক মাইলফলক,গাজায় ১০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যার প্রায় অর্ধেকই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি দশ মিনিটে একটি শিশুকে হত্যা করা হচ্ছে এবং এখন অক্সিজেনের অভাবে ছোট বাচ্চাদের তাদের ইনকিউবেটর থেকে সরাতে হয়েছে, ফলে তাদের মৃত্যু হয়েছে।তবুও, যারা এই গণহত্যাকে সমর্থন করে তাদের বিবেকের প্রতি কোন ধাক্কা লাগেনি, কোন যুদ্ধবিরতি নেই। শুধু আরো বোমা, আরো সহিংসতা, আরো হত্যা এবং আরো কষ্ট।এই ধ্বংসের সমর্থনকারী সরকারগুলির জন্য লজ্জাজনক।''