নিজস্ব সংবাদদাতা: এবার সুদূর প্যারিসে মোদী মোদী রব। ফ্রান্স সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্যারিসে তিনি সরকারি সফরে রয়েছেন। সেখানেই প্রবাসী ভারতীয়দের উচ্ছাস লক্ষণীয় হয়ে উঠেছে। তাদের মুখে শোনা যাচ্ছে, "মোদী আমাদের মান, মোদী আমাদের অভিমান, মোদী আমাদের শান"। ইতিমধ্যেই সেই ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-