মোদী-মাস্কের বৈঠক, সঙ্গে উপড়ি পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের বই, কে নারায়ণের বই আর পঞ্চতন্ত্র

প্রধানমন্ত্রীর অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিতে মাস্কের সন্তানদের এই বই নিতে এবং পড়তে দেখা গেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gjr7awnacAAAypu

File Picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বৃহস্পতিবার। এই সাক্ষাতে ইলন মাস্কের সঙ্গে ছিলেন তার বান্ধবী শিভন জিলিস ও তাদের তিন সন্তান।

ব্লেয়ার হাউসে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী মাস্কের সন্তানদের জন্য তিনটি বই উপহার দেন। এই বইগুলির মধ্যে ছিল নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের "দ্য ক্রিসেন্ট মুন", জনপ্রিয় লেখক আর কে নারায়ণের "দ্য গ্রেট আর কে নারায়ণ কালেকশন" এবং প্রাচীন ভারতীয় নীতিকথার সংকলন "পঞ্চতন্ত্র"। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিতে মাস্কের সন্তানদের এই বই নিতে এবং পড়তে দেখা গেছে।

Gjr7dQha4AI8qBh

সাক্ষাতের পর মোদী এক পোস্টে বলেন, “মিঃ ইলন মাস্কের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা আনন্দের ছিল”।

প্রধানমন্ত্রী মোদী এই বৈঠককে "খুব ভালো" বলে অভিহিত করেছেন। উভয়ের মধ্যে প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মোদী বলেন, “আমি ভারতের সংস্কার প্রচেষ্টা এবং 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন' নীতির বিষয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছি”।

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলির মধ্যে উদ্ভাবন, মহাকাশ গবেষণা, এবং স্থায়ী উন্নয়ন নিয়ে সহযোগিতার প্রসার নিয়ে কথা হয়েছে। 

Gjr7i5AaIAA-0Ik

এই আলোচনায় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি উপস্থিত ছিলেন।