নিজস্ব সংবাদদাতাঃ ১৯১২ সালে টাইটানিক ডুবে যাওয়া দুই যাত্রীর বংশধরকে বিয়ে করেছেন উত্তর আটলান্টিক মহাসাগরের নিখোঁজ ডুবোজাহাজটিতে থাকা স্টকটন রাশ।
ওয়েন্ডি রাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রাশ যুক্তরাষ্ট্র ভিত্তিক ওশানগেট এক্সপেডিশনসের প্রধান নির্বাহী, যারা রবিবার কানাডার উপকূলে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ টাইটান সাবমেরিন পরিচালনা করে।
জানা গিয়েছে, ওয়েন্ডি রাশ টাইটানিকের প্রথম যাত্রায় থাকা দুই ধনী ব্যক্তি ইসিডোর স্ট্রাউস এবং তার স্ত্রী ইডার নাতনি।
ওয়েন্ডি রাশ ওশেনগেটের কমিউনিকেশন ডিরেক্টর এবং এর আগে তিনি ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে ধ্বংসাবশেষের তিনটি অভিযান পরিচালনা করেছেন।