নিজস্ব সংবাদদাতাঃ ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে সোনার খনি ধসে অন্তত ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার বলিভার রাজ্যের এল কালাওতে অবস্থিত তালাভেরা খনিটি বুধবার ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছিল তবে উদ্ধারকর্মীরা শনিবারের আগে উদ্ধার কাজ শেষ করতে পারেনি।
বলিভারের সিটিজেন সিকিউরিটি সেক্রেটারি এডগার কলিনা বলেন, "খনি ধসে আরও ১১২ জন প্রাণে বেঁচে গেছেন।"
এডভোকেসি গ্রুপ এবং অন্যান্য সংস্থাগুলো এই অঞ্চল সম্পর্কে সতর্কতা জারি করেছে। গত বছর জাতিসংঘ রিপোর্ট করেছিল যে ভেনেজুয়েলার খনি অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।