নিজস্ব সংবাদদাতা: সারা বিশ্বে সমস্যার মুখে পড়েছিল মাইক্রোসফট। আমেরিকা এবং ইউরোপের বিস্তীর্ণ এলাকায় সমস্যা হয়েছিল। বিমান পরিষেবা থেকে হাসপাতাল পরিষেবা- সবই হয় বিপর্যস্ত। ধাক্কা খায় ব্যাঙ্কিং পরিষেবাও। আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্য়ান্ড-সহ বহু দেশে হয় সমস্যা। কিন্তু ভারতে তেমন বিশাল কোনও সমস্যা তৈরি হয়নি।
আরবিআই জানায় যে আরবিআইয়ের অধীনে থাকা ভারতের আর্থিক সেক্টর মাইক্রোসফটের এক বিশেষ সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।