কাজ হারালেন মিয়া খালিফা! নেপথ্যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ

এবার কাজ গেল মিয়া খালিফার। এই প্রাক্তন তারকাকে চেনে না এমন কেউ নেই গোটা বিশ্বজুড়ে। কিন্তু কেন ব্যবসা হাতছাড়া হল তাঁর? এখানে ক্লিক করে জেনে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
mia

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল প্যালেস্তাইন সংঘাতে প্যালেস্তাইনকে সমর্থন করায় বিজনেস ডিল হাতছাড়া হল প্রাপ্তবয়স্ক সিনেমার জনপ্রিয় প্রাক্তন তারকা মিয়া খালিফার। রেডিয়োর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে মিয়ার একটি চুক্তি হওয়ার কথা ছিল একটি ব্যবসাকে নিয়ে। কিন্তু প্রাক্তন তারকা যেহেতু লাগাতার প্যালেস্তাইনের সমর্থনে টুইট করছেন তাই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে এই বিজনেস ডিল বাতিল করে দিয়েছেন টড।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত মধ্য প্রাচ্যের দুই দেশ। ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে ফের সংঘাত বাঁধায় নতুন করে আগ্রাসন শুরু হয়েছে। প্রাণ হারিয়েছে বহু মানুষ। প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী সংস্থা লাগাতার হামলা করছে ইজরায়েলের উপর। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। এই ঘটনা নিয়ে বারবার টুইট করে যাচ্ছেন মিয়া খালিফা। এবং তাঁর টুইট থেকে এটুকু একেবারেই স্পষ্ট যে তিনি প্যালেস্তাইনের পাশে রয়েছেন।

hiring.jpg