বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু মানুষের! নতুন মহামারী আসছে?

এবার মানুষের মৃত্যুতে নতুন আতঙ্ক শুরু।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
3bd560856db9e54209b6384c18e3b8ed5b094feac75ecf7c59056921aacd95ed.webp

নিজস্ব সংবাদদাতা: মেক্সিকোতে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কোনো মানুষের মৃত্যু হল। ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হওয়ার পরেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমি দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পর ২৪ এপ্রিলে মৃত্যু হয় তার।

World's first bird flu human death recorded in Mexico, WHO confirms: These  are the symptoms - Hindustan Times

কিছুদিন আগে মেক্সিকোর পোলট্রিতে A(H5N2) মারণ ভাইরাস ছড়ানোর খবর পাওয়া যায়। গোটা বিশ্বে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু এই প্রথম।  

Add 1