হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে (Bangladesh) সিলেটের নাজিরবাজারে ঢাকা-সিলেট জাতীয় সড়কে ট্রাক ও পিকআপের সংঘর্ষে (Accident) ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ট্রাকে করে কাজের জন্য ৩০ জন শ্রমিক যাচ্ছিলেন। জানা গিয়েছে, আজ বুধবার ভোর ৫টা ৩৯ মিনিটে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপটি রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক ও সিলেট থেকে আসা শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন এবং অপর ৩ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।