নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদ এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে এক ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করা হয় খড়্গপুর শহরে। মিছিলের আয়োজন করে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির খড়্গপুর নগর কমিটি। মিছিলে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ।
এদিন বিকেল ৪টা নাগাদ খড়্গপুর কৌশল্যা থেকে মিছিলটি শুরু হয় এবং ইন্দা সংলগ্ন কমলা কেবিন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী পোস্টার, ব্যানার, এবং ফেস্টুন নিয়ে শোভাযাত্রা করেন। তারা জাতীয় পতাকা ও খোল-করতাল বাজিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানান এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি জানিয়ে শ্লোগান দেন।
এই মহামিছিলে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে নিজেদের ধর্মীয় অধিকার ও মানবাধিকার রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সকল প্রকার অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন।