জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কো রুবিও, নিজেই জানালেন রাগের কারণ

'আমি জোহানেসবার্গে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেব না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rubio

File Picture

নিজস্ব সংবাদদাতা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র টুইট বার্তায় এবার উঠে এল ক্ষোভ। খানিকটা ক্ষোভের বহিঃপ্রকাশ হলেও ভুল বলা হবে না। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মার্কো রুবিও উল্লেখ করেছেন, “আমি জোহানেসবার্গে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেব না। দক্ষিণ আফ্রিকা খুব খারাপ কাজ করছে। ব্যক্তিগত সম্পত্তি দখল করা হচ্ছে। 'সংহতি, সমতা এবং স্থায়িত্ব' প্রচারের জন্য জি২০ ব্যবহার করা হচ্ছে। অন্য কথায়: ডিইআই এবং জলবায়ু পরিবর্তন। আমার কাজ আমেরিকার জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া; করদাতাদের অর্থ নষ্ট করা বা আমেরিকাবিরোধী মনোভাব পোষণ করা নয়”।

Panama_US_Rubio_08397